অধ্যাপক যতীন সরকার আমাদের চেতনার অন্যতম বাতিঘর। তার মনীষা, দিকনির্দেশনা আমাদের আলো দেখায়। অসাম্প্রদায়িক-প্রগতিশীল চিন্তা ঋদ্ধ করে। স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত এ চিন্তাবিদ ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষা-সংস্কৃতি ও এর বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে। সাক্ষাৎকারটি গ্রহণ করেন নেত্রকোনা প্রতিনিধি অনিন্দ্য পাল চৌধুরী।
প্রশ্ন: ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষা নিয়ে আমরা একটু বেশি সরব হই। সারা বছর এ নিয়ে তেমন উচ্চবাচ্য পরিলক্ষিত হয় না। এ বিষয়ে আপনি কী ভাবেন?
উত্তর: একুশের চেতনা নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি। বিশেষ করে ফেব্রুয়ারি মাস এলেই সর্বত্র এসব কথা শোনা যায়। কিন্তু একুশের চেতনাকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্যে প্রশাসন থেকে আরম্ভ করে অন্যান্য মানুষ বিশেষ করে হঠাৎ বিত্তশালী হওয়া ব্যক্তিদের কোনো গরজ চোখে পড়ে না। গরজ তো করেনই না বরং একুশের চেতনাবিরোধী কাজ তারাই করেন। সেই অপকমের্র মধ্যে একটি হচ্ছে ইংরেজিমাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং ওই মাধ্যমে ছেলেমেয়েদের পড়ানো। সন্তানদের বাংলা ভাষা ভালোভাবে শেখানোর যে ব্যাপারটা, সেটিও তারা করেন না। কাজেই এই অবস্থাতে একুশের চেতনা বাস্তবায়নের কথা মুখে বলা একেবারে অনর্থক।
প্রশ্ন: অনেকে বলে থাকেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি কী বলবেন?
উত্তর: বিশ্বের সব জ্ঞান-বিজ্ঞানকে আমাদের ভাষায় নিয়ে আসতে হবে, করতে হবে মানসম্মত পরিভাষা ও অনুবাদ। যতটুকু প্রয়োজন ততটুকু ইংরেজি ভাষার চর্চা ভালোভাবে করতে হবে। অন্য একটি ভাষা ভালো করে শিখলে সেই ভাষায় খুব তাড়াতাড়ি অনুবাদ করা যায়। আসল কথা হলো এটা কোনো অনুবাদই নয়। অন্য ভাষায় চিন্তা করা যায় না। চিন্তার ভাষা হচ্ছে মাতৃভাষা। ইংরেজির সঙ্গে ঐতিহাসিকভাবে আমরা পরিচিত। কাজেই ইংরেজি ভাষাটাও ভালো করে শিখতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই ইংরেজির দাসত্ব করা চলবে না; কিংবা বিদেশি ভাষার দাসত্ব করা যাবে না।
প্রশ্ন: ভাষা আন্দোলনের অন্তর্নিহিত চেতনা প্রসঙ্গে যদি কিছু বলেন।
উত্তর: ভাষার যে আন্দোলন সেটা মূলত সাংস্কৃতিক আন্দোলনই ছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকে চিনেছি। আমরা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে নজরুলের খণ্ডিতকরণের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রবীন্দ্রচর্চা যেমন হয়েছে, তেমনি বাংলা ভাষাকে সঠিকভাবে ব্যবহারের যে চর্চা সেটিও হয়েছে। কাজেই এটি প্রকৃত প্রস্তাবে একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল। সেই সাংস্কৃতিক আন্দোলনই একসময় রাজনৈতিক আন্দোলন এবং তারপরে সশস্ত্র মুক্তিসংগ্রামে পরিণত হয়েছে। এই সশস্ত্র মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছি। বঙ্গবন্ধু বলেছিলেন মুক্তির সংগ্রামের কথা। এখন লক্ষ্য হওয়া উচিত মুক্তির সংগ্রামে বিজয় লাভ করা।
প্রশ্ন: মাতৃভাষার উন্নতিকল্পে কী করণীয়?
উত্তর: মানুষ যে ভাষায় চিন্তা করে সেই ভাষায় কথা বলে। মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কেউ চিন্তা করতে পারে না। কাজেই আমাদের মাতৃভাষার উন্নতির জন্য করণীয় সব কিছু করা উচিত। বাংলা ভাষাকে সত্যিকার অর্থে প্রচার করতে হলে বিদেশি ভাষাকেও ভালো করে জানতে হবে। এ ছাড়া বাংলা ভাষার ব্যাপক প্রচার করার আর কোনো বিকল্প নেই।
প্রশ্ন: আপনার স্মৃতি থেকে ভাষা আন্দোলনের কথা জানতে চাই।
উত্তর: ঘটনা ঢাকায় ঘটলেও এটা যে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল সেটার সাক্ষী আমি। তখন আমি দশম শ্রেণির ছাত্র। আমি স্কুল থেকে বের হয়ে গিয়ে বসুরবাজারে হরতাল করি। এলাকার সমস্ত মানুষ সেই হরতালে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। এভাবে প্রত্যেকটা গ্রামের বাজারে বাজারে হরতাল হয়। সবখানে যখন একুশের ইতিহাস ও ঘটনার কথা লেখা হয়, তখন সেটা বড়জোর মহকুমা পর্যন্ত এসে থেমে যায়। যদি গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে, কৃষকদের সন্তানদের মধ্যে চেতনা বিস্তৃত না হতো, তাহলে একুশ এত বিস্তৃত হতে পারত না।
প্রশ্ন: একুশের চেতনায় যে সাংস্কৃতিক ধারা সৃষ্টি হয়েছিল, সেটি কি বর্তমান প্রবাহিত বলে মনে করেন?
উত্তর: আমরা সবাই বলি একুশের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনা লাভ করেছি। একটা স্বাধিকার সংগ্রাম আমরা করেছি। একুশের চেতনার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক সংগ্রাম তৈরি হয়েছিল। এখন সেই সাংস্কৃতিক ধারাটা বদলে গেছে। আমরা একুশের চেতনাকে মুখে মুখে বলি। একুশে ফেব্রুয়ারি আসলেই অনেক কথা বলি। কিন্তু একুশের চেতনাকে বাস্তবায়নের জন্য যথার্থ অর্থে বাংলা ভাষার যে সর্বত্র ব্যবহার এবং আমাদের সংবিধানে যে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে, তা সবখানেই বাস্তবায়িত হয়নি। বরং আজকে কিছুসংখ্যক মানুষ ইংরেজি মাধ্যমে ছেলেমেয়েদের পড়াতে পারলে বিশেষ খুশি হন। ইংরেজিমিশ্রিত ভাষা বলার চেষ্টা চলছে; যেটাকে বাংলিশ বলা যায়।
প্রশ্ন: আপনার মতে একুশের চেতনা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব?
উত্তর : একুশের চেতনা যদি সত্যি সত্যি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সব জায়গায় বাংলা ভাষা যাতে প্রয়োগ হয়, সেই ব্যবস্থাটি আগে করতে হবে। অফিস-আদালতে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। বিচারকদের বাংলায় রায় দিতে হবে। সবখানে বাংলা যদি প্রয়োগ না হয় বা বাংলা মাধ্যম বিদ্যালয় চালু না হয়, তবে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চা হুমকিতে পড়বে। ইংরেজি ভালোভাবে শেখার ব্যবস্থা বাংলা মাধ্যমেই সম্ভব। ইংরেজি ভালোভাবে শিখে এসে সেই বাংলা মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করতে হবে। এটি না করলে প্রকৃত অর্থে একুশের চেতনার বাস্তবায়ন আমরা করতে পারব না। একুশের ইতিহাস সঠিকভাবে লেখা হোক। চেতনা জাগ্রত হোক, এটাই ভাষার মাসে সবচেয়ে আমার বড় চাওয়া। একুশের চেতনা জাগ্রত করতে হলে একটা সাংস্কৃতিক আন্দোলন করতে হবে। যেমন ৬০-এর দশকে গড়ে উঠেছিল। সেই রকম একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ছাড়া একুশের চেতনাকে জাগ্রত করা এবং সবখানে প্রসারিত করা সম্ভব হবে না।
প্রশ্ন: নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ
উত্তর: ধন্যবাদ।